এম ডি হাসান খান জেলা প্রতিনিধিঃ
যশোর – বেনাপোল মহাসড়কের ধোপাখোলা নিমতলা নামক স্থানে প্রাইভেট কার ও ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় ট্রাকড্রাইভার সহ ৩ জন। আহত হয়েছে ২জন। আর গুরুতর আহত ব্যাক্তিদের এলাকার লোকজন উদ্ধার করেব চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নেওয়া হয়েছিলো কিন্তু তাদের মধ্যে এক জন মারা গেছে আর সাহাবুদ্দিন (৩৫) নামে এক জন চিকিৎসাধীন অবস্থা রয়েছে।
দুর্ঘটনার নিহতরা হলেন, ১. সাদমান(২৭) চোধুরী পিতা মোঃ ইকবাল সাং কুল গাও, থানা বায়েজিদ, জেলা চট্টগ্রাম ২. নাইম (৩৫) পিতা মোঃ ইসমাইল সাং অক্সিজেন, থানা বায়েজিদ, জেলা চট্টগ্রাম ৩. সৈয়দ( ৪৫) পিতা বাদশা সাং অক্সিজেন, থানা বায়েজিদ, জেলা চট্টগ্রাম ৪. আলী নেয়াজ ( জনি), পিতা মোঃ আলী আজগার সাং রামজান চাইবাড়ি, থানা চাঁদগাও, জেলা চট্টগ্রাম। আর আহত ব্যাক্তি হলেন শাহাবুদ্দিন পিতা মৃত জহির উদ্দীন সাং কুল গাঁও, থানা বায়েজিদ, জেলা চট্টগ্রাম । প্রাইভেট কার রেজি নং ঢাকা মেট্রো গ -১৫- ৭০৫৪ যোগে যশোর হতে বেনাপোল যাওয়ার পথে যশোর কোতায়ালীর থানাধীন ধোপাখোলা নিমতলা স্থানে ঘাতক ট্রাক রেজিঃ নং ঢাকা মেট্রো- ট- ২২- ৯২৬৭বেনাপোল থেকে যশোর দিকে আসার সময় ১২.৩০ মিনিটে সংঘর্ষ হয়।
রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক ছিলো।