নিজস্ব প্রতিবেদকঃ বরগুনা টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা এনটিভি ও কালের কণ্ঠে’র বরগুনা জেলা প্রতিনিধি সোহেল হাফিজের পিতা বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান বাচ্চু (৭০) বরগুনা জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সোয়া ছ’টায় বরগুনা জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
বরগুনা টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সোহেল হাফিজের পিতার মৃত্যুতে বরগুনা টেলিভিশন সাংবাদিক ফোরাম, বরগুনার সাংবাদিক ইউনিয়ন,আমতলী সাংবাদিক ইউনিয়ন ও আমতলী প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এএসবিডি/আরএইচএস