শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

জামায়াত নেতার ওপর হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা আলমগীর শেখের ওপর নির্মম হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

বুধবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ নিন্দা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে তিনি বলেন, গত বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে পরিকল্পিতভাবে আলমগীর শেখের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে একটি নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য করার চেষ্টা করে। এতে তিনি অপারগতা প্রকাশ করলে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, ভিন্ন রাজনৈতিক মত ও অবস্থানের কারণে কাউকে হত্যা বা গুরুতর আহত করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের রাজনৈতিক সন্ত্রাস ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হামলা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি এবং এটি মানবাধিকার ও আইনের শাসনের চরম

তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান।

এ ছাড়া আহত আলমগীর শেখের দ্রুত সুস্থতা কামনা করে তিনি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে দেশবাসীকে রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস ও ভোটের নামে জবরদস্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

বিবৃতিটি প্রেরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102