সরকার হাদির হত্যাকারীদের আড়াল করার চেষ্টা করছে, পুলিশের দেওয়া চার্জশিট তার বড় প্রমাণ। ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে না পারলে দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
শুক্রবার (১৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে এক বিক্ষোভ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা ওসমান হাদিকে বুকে ধারণের কথা বললেও বিচারের ব্যাপারে উদাসিন। উপদেষ্টারা খুনিদের আড়াল করছে।
এর আগে ,নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা লেখেন, রাষ্ট্রের কাছে আমি এবং আমার সন্তানের একমাত্র দাবি, আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার। জাগতিক সকল চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে ওসমান হাদি হত্যার ন্যায়বিচার।