বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে গণঅধিকার পরিষদ জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিল ইসরায়েল বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী প্রস্তাবিত ২০ গ্রেডের নতুন সরকারি বেতন স্কেল দেখে নিন ইবির দুর্নীতি ও অনিয়মের পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৫৯ নেতাকে বহিষ্কার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড নির্বাচন ও নিরাপত্তা নিয়ে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ বার্তা প্রধান উপদেষ্টার কাছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ প্রতিবেদন পেশ বরিশালে চূড়ান্ত লড়াইয়ে ৩৬ প্রার্থী, পেলেন প্রতীক বরাদ্দ

আ.লীগের নয়, জনগণের দৃষ্টিতে তাকান : ভারতকে হাসনাত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশের দিকে ভারতের দৃষ্টিভঙ্গি নিয়ে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের দৃষ্টিতে নয়, জনগণের দৃষ্টিতে বাংলাদেশকে দেখুন।’

তিনি আরও বলেন, ‘ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে—সে সম্পর্ক হবে আপনাদের জনগণের সঙ্গে আমাদের জনগণের। ভারত যদি আওয়ামী লীগের দৃষ্টিতে বাংলাদেশকে দেখার চেষ্টা করে, তাহলে তা হবে এই প্রজন্মকে ভুলভাবে মূল্যায়ন করা (মিস রিডিং)।’

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার বাজার মসজিদের সামনে শহীদ শরিফ ওসমান হাদির মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, আমরা দেখতে পেয়েছি ছয় মাসের দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে হাদি ভাইকে হত্যা করা হয়েছে। ভারত থেকে তাদের পুশ করা হয়েছে এবং কিলিং মিশন শেষ হওয়ার পর আবার ভারতে নিয়ে যাওয়া হয়। প্রকাশ্য দিবালোকে ওসমান হাদিকে হত্যা করা হলেও আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বল প্রশাসন, বিচার বিভাগ, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী এখনো প্রধান আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।

তিনি আরও বলেন, মৃত্যুর আগে মানুষ অসিয়ত করে যায়। আমাদের হাদি ভাইও অসিয়ত করে গেছে—‘আমাকে যদি মেরেও ফেলা হয়, অন্তত বিচারটা যেন হয়।’ হাদির বিচারের দাবি শুধু শাহবাগে সীমাবদ্ধ নেই; এই দাবি এখন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পৌঁছে গেছে।

হাসনাত বলেন, হাদি ভাই আমাদের শিখিয়ে গেছেন রাজনীতি কেমন হওয়া উচিত। প্রকৃত রাজনীতি হওয়া উচিত গণমানুষের রাজনীতি। রাজনীতি যখন গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তা আর রাজনীতি থাকে না—তা হয়ে যায় ক্ষমতার রাজনীতি। আমরা রাজনীতি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছি। সেই ধারাবাহিকতায় আমাদের নির্বাচন, রাজনীতি ও ইনসাফের সব কর্মকাণ্ড জনগণমুখী করার চেষ্টা করছি। শহীদ শরিফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।

জনতার উদ্দেশে তিনি বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে দুটি পক্ষ তৈরি হয়েছে—একটি গোলামির পক্ষ, আরেকটি আজাদি বা স্বাধীনতার পক্ষ। আমরা অবশ্যই ইনসাফ ও স্বাধীনতার পক্ষে অবস্থান নেব। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, যারা ঋণখেলাপি হয়ে বিদেশে সন্তানদের লেখাপড়া করান, আমরা তাদের বিরুদ্ধেও অবস্থান নেব। জনগণের টাকা লুট করে জনসেবা করার প্রয়োজন নেই। প্রয়োজনে জনগণের কাছে এসে ভিক্ষা চান—আমরা ভিক্ষা তুলে সেই টাকা পরিশোধের চেষ্টা করব।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের মতভেদ থাকতে পারে, কিন্তু ইনসাফের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।

দোয়া অনুষ্ঠানে দেবিদ্বার উপজেলা জামায়াত ও এনসিপির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102