হাঁস প্রতীক পেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান প্রতীক বরাদ্দ দেন।
রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র হিসেবে লড়বেন। তিনি বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়। দলের সিদ্ধান্ত না মানায় বিএনপি তাকে বহিস্কার করে।
রুমিন ফারহানা জানান, হাঁস তার পছন্দ। বাড়িতেও হাঁস পালেন।
তিনি এ প্রতীক বরাদ্দ চেয়েছিলেন। পছন্দের প্রতীক বরাদ্দ পেয়ে তিনি খুশি।
এদিকে নিজের কর্মী-সমর্থকদের ভোটের বিষয়ে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার রাতে আশুগঞ্জে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, ‘কারো উসকানিতে পা দেওয়া যাবে না।’
ম্যাজিস্ট্রেটের সঙ্গে রুমিন ফারহানার বাগ্বিতণ্ডার জের ধরে তাকে দুটি শোকজ নোটিশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার এসব নোটিশের জবাব দেওয়ার কথা।