শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

নির্বাচনের বাকি ১ মাস, বাড়ছে বিএনপিতে যোগদানের ঢল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। আর মাত্র বাকি ১ মাস ৭ দিন। ঠিক এই সময়েই দেশের রাজনীতিতে দেখা যাচ্ছে নতুন মেরুকরণ। বিভিন্ন দল যখন নিজেদের সাংগঠনিক শক্তি বাড়াতে ব্যস্ত, তখন বিএনপিতে যোগ দিচ্ছেন অন্য দলের অনেক নেতাকর্মী।

সাম্প্রতিক কয়েক দিনে আওয়ামী লীগ, এনসিপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

দলীয় সূত্রগুলো বলছে, গত ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে বড় ধরনের গতি এনেছে। এর আগে অনিশ্চয়তায় থাকা অনেক নেতাকর্মী এখন বিএনপির দিকে ঝুঁকছেন।

অনেকের ধারণা, বিএনপি ক্ষমতার দ্বারপ্রান্তে—এই বিশ্বাস থেকেই তারা দলটির সঙ্গে যুক্ত হচ্ছেন। আবার কেউ কেউ মনে করছেন, নির্বাচনের ঠিক আগে এই যোগদান বিএনপির রাজনীতিতে ভিন্ন মাত্রা যোগ করছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।

এর আগে, দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০০ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। তাদের মধ্যে পূর্ণিমাগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন, ‘সমসাময়িক প্রেক্ষাপটে মনে হয়, বিএনপি দেশের জন্য ভালো কিছু করবে। তাই ইউনিয়নের ওয়ার্ড ও তৃণমূল পর্যায়ের প্রায় ১০০ জন নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছি। যোগ দেওয়া কারও বিরুদ্ধে কোনো মামলা নেই।’

একই দিন গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন। এনসিপি থেকে যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন- গাজীপুর জেলা সংগঠক আল্পনা আক্তার ছোঁয়া, সদস্য কাইফাত মোড়ল, ওয়াসিম আকরাম ও শফিকুল ইসলাম। এ ছাড়া জাতীয় যুব শক্তির নাঈম মিয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতাকর্মীও বিএনপিতে যোগ দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) থেকে শ্রীপুর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ বেশ কয়েকজন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

এর আগের দিন মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪টায় শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। জেলা প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিনের নেতৃত্বে এ যোগদান অনুষ্ঠিত হয়। তাদের মধ্যে রয়েছেন সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার, নাহিম আহমেদ নিলয়, সিনিয়র যুগ্ম সদস্যসচিব মনিবুল ইসলাম ও সমন্বয়ক আশিকুর রহমান আশিক।

সোমবার (৫ জানুয়ারি) সকালে লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলা জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা ও সাবেক আমির আব্দুল লতিফ মাস্টার বিএনপিতে যোগ দেন। একই দিন গাজীপুরের শ্রীপুরে দুই জামায়াতকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ বিএনপিতে যুক্ত হন। টেপিরবাড়ি গ্রামে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস. এস. রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে তারা দলটিতে যোগ দেন।

এ ছাড়া নীলফামারীর সৈয়দপুরে কামারপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নির্বাচিত ইউপি চেয়ারম্যান আনোয়ার সরকারসহ প্রায় ৩০ জন নেতাকর্মী ও সমর্থক আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (৪ জানুয়ারি) রাতে ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের যোগদান সম্পন্ন হয়।

সব মিলিয়ে, নির্বাচনের আগে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিএনপিতে অন্য দলের নেতাকর্মীদের যোগদান চলছেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রবণতা আসন্ন নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102