বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে গণঅধিকার পরিষদ জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিল ইসরায়েল বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী প্রস্তাবিত ২০ গ্রেডের নতুন সরকারি বেতন স্কেল দেখে নিন ইবির দুর্নীতি ও অনিয়মের পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৫৯ নেতাকে বহিষ্কার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড নির্বাচন ও নিরাপত্তা নিয়ে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ বার্তা প্রধান উপদেষ্টার কাছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ প্রতিবেদন পেশ বরিশালে চূড়ান্ত লড়াইয়ে ৩৬ প্রার্থী, পেলেন প্রতীক বরাদ্দ

ফুল উৎসবে ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুলে রঙিন ডিসি পার্ক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়নের ফৌজদারহাটে অবস্থিত দৃষ্টিনন্দন ডিসি পার্কে আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে ৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।

জানা গেছে, ফৌজদারহাট এলাকায় প্রায় ১৯৪ একর জায়গাজুড়ে গড়ে ওঠা ডিসি পার্ক এখন প্রকৃতি ও নান্দনিকতার এক অনন্য নিদর্শন। একসময় যেখানে রেস্টুরেন্টসহ বিভিন্ন অবৈধ স্থাপনা ও মাদকের আড্ডা ছিল, সেখানে ২০২৩ সালের শুরুতে জেলা প্রশাসনের উদ্যোগে সব অপসারণ করে গড়ে তোলা হয় এই আধুনিক ও নান্দনিক পার্ক। ‘জলাশয় আর ফুলের রাজ্য’ হিসেবে পরিচিতি পাওয়া এই ডিসি পার্কই এখন চট্টগ্রামের অন্যতম পর্যটন আকর্ষণ।

গত বছর সফলভাবে ফুল উৎসব আয়োজনের ধারাবাহিকতায় এবার চতুর্থ বারের মতো আয়োজন করা হচ্ছে চট্টগ্রাম ফুল উৎসব। এ বছর উৎসবে থাকছে ১৪০ প্রজাতির দেশি-বিদেশি লক্ষাধিক ফুল, যা পার্কজুড়ে সৃষ্টি করেছে বর্ণিল আবহ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, প্রকৃতির বর্ণ, গন্ধ ও ছন্দের অনুপ্রেরণায় জেলা প্রশাসন মাসব্যাপী এই আয়োজন করেছে। ডিসি পার্কে ১৪০ প্রজাতির ফুলের সমারোহের পাশাপাশি থাকবে নানা আকর্ষণীয় অনুষ্ঠান। ‘পুষ্প কাননে জুড়িয়ে ভুবন প্রাণ, ছড়াও সাম্যের গান’ এই প্রতিপাদ্যে আয়োজিত ফুল উৎসবে ডালিয়া, চন্দ্রমল্লিকা, ম্যাগনোলিয়া, শিউলি, হাসনাহেনা, অপরাজিতা, চেরি, জাকারান্ডা, উইলো, উইস্টেরিয়াসহ নানা জাতের ফুল প্রদর্শিত হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, উৎসবকে আরও আকর্ষণীয় করতে ফুলের প্রদর্শনীর পাশাপাশি থাকবে একাধিক সেলফি জোন, চিত্রশিল্পীদের ২০০টি চিত্রকর্মের প্রদর্শনী, দর্শনার্থীদের জন্য ক্যারিকেচার আঁকার ব্যবস্থা। বিনোদনপ্রেমীদের জন্য থাকবে সানসেট ভিউ পয়েন্ট, পিজিওন কর্নার, স্যুভেনির শপ, কায়াকিং, পানির ঝরনা।

শিশু-কিশোরদের জন্য থাকবে নাগরদোলা, দোলনা, স্প্রিং টয়, মেরিগো রাউন্ড, প্লে পেন ও ফুট ট্রাম্পোলাইনের মতো বিভিন্ন বিনোদন ব্যবস্থা। এ ছাড়া ট্যুরিস্ট শেড, নামাজের ব্যবস্থা এবং নানা ধরনের খাবারের স্টলও থাকছে।

প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত পার্ক খোলা থাকবে। বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিদিন অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

ফুল উৎসবকে আরও বর্ণিল করতে আয়োজন করা হচ্ছে ঘুড়ি উৎসব, ফায়ারওয়ার্কস, ভায়োলিন শো, পুতুল নাচ, জাদু প্রদর্শনীসহ নানা মাল্টি-কালচারাল অনুষ্ঠান। প্রতিদিন বিভিন্ন জেলা ও উপজেলার শিল্পীদের পরিবেশনায় থাকছে সাংস্কৃতিক সন্ধ্যা।

১৯৪ একর আয়তনের ডিসি পার্কে রয়েছে তিনটি বড় পুকুর, ফুডকোর্ট, বসার স্থান, সেলফি কর্নার, ভাসমান ফুল বাগান, হাঁটার উন্মুক্ত পথ, শিশুদের খেলার মাঠ, ভিআইপি জোন, কন্ট্রোল রুম, রেস্টুরেন্ট, টিউলিপ গার্ডেন, জুলাই-আগস্ট অভ্যুত্থান কর্নার ও আধুনিক পাবলিক টয়লেট।

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, মাসব্যাপী ফুল উৎসবকে কেন্দ্র করে ডিসি পার্ককে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে। চিরায়ত বাংলার ঐতিহ্যকে উপজীব্য করেই সাজানো হয়েছে পুরো আয়োজন। গতবারের তুলনায় এ বছর উৎসব আরও আড়ম্বরপূর্ণ হবে। তিনি আরও বলেন, টিউলিপ, গোলাপসহ লাল, হলুদ, সাদা ও গোলাপি রঙের নানা প্রজাতির ফুলে সেজে উঠবে ডিসি পার্ক, যা দর্শনার্থীদের মুগ্ধ করবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102