নেত্রকোণার কেন্দুয়ায় ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত এক যুবককে পরে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) ভোরে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারের পেছনের একটি জমি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবকের নাম মোহাম্মদ রিপন মিয়া (২৫)। তিনি উপজেলার কালেঙ্গা গ্রামের মৌলা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি সরকারি বিএডিসি সেচ মটরের বৈদ্যুতিক খুঁটি রয়েছে। সেখানে তিনটি ট্রান্সফরমার স্থাপন করা ছিল। ঘটনাস্থলে খুঁটিতে ওঠার জন্য ব্যবহৃত একটি লোহার রড পাওয়া গেছে।
নিহতের দুই হাত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুড়ে গেছে এবং গলায় ধারালো অস্ত্রের ‘আঘাতের চিহ্ন’ রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ট্রান্সফরমার খুলতে গিয়ে আহত হওয়ার পর তাকে সঙ্গে থাকা চোর চক্রের সদস্যরা পাশের একটি জমিতে নিয়ে গিয়ে হত্যা করে।
কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ দ্রুত জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।