পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় সোমবার দুপুরে পিকআপের ধাক্কায় মা-ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন- রংপুর জেলার কতোয়ালি থানার শ্রীরামপুর এলাকার বাদশা মিয়ার ছেলে লিখন (৬) ও তার মা লিমা আক্তার (৩৩)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কতোয়ালী উপজেলা থেকে এক বছর আগে কর্মসংস্থানের উদ্দেশ্যে কালিয়াকৈর উপজেলায় সাহেব বাজার এলাকায় খোকনের বাসায় ভাড়া থেকে বাদশা মিয়া বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। তার স্ত্রী লিমা আক্তার স্থানীয় কারখানায় চাকুরি করতেন।
সোমবার দুপুরে মা-ছেলে দুইজন সাবান কেনার জন্য দোকানের উদ্দেশ্য রাস্তা পারাপারের সময় অপর দিক থেকে আসা পিকআপভ্যানের ধাক্কায় মা লিমা আক্তার ও ছেলে লিখন ঘটনাস্থলে নিহত হন। তাতের চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি দ্রুত পালিয়ে যায়। পরে এলাকাবাসীরা কালিয়াকৈর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেন।
এ ঘটনার বিষয়ে কালিয়াকৈর থানার এসআই মাহবুব হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে তবে ঘাতক গাড়িটি আটক করা সম্ভব হয়নি।এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।