বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

নির্বাচন অফিসে নিরাপত্তা নিশ্চিতে আইজিপিকে ইসির চিঠি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

সারা দেশে আঞ্চলিক নির্বাচন অফিস, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিস এবং উপজেলা/থানা নির্বাচন অফিসগুলোর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে মহাপুলিশ পরিদর্শককে (আইজিপি) চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ বিষয়ে আইজিপিকে একটি চিঠি প্রেরণ করেন।

চিঠিতে বলা হয়েছে, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি হওয়ার পর দুর্বৃত্তরা জেলা নির্বাচন অফিস, লক্ষ্মীপুর এবং মঠবাড়িয়া ও পিরোজপুরের উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ করেছে। এই প্রেক্ষাপটে দেশের সব নির্বাচনি অফিসে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনি মালামাল ও যন্ত্রপাতি এবং কর্মকর্তা-কার্যকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক।

 

ইসি চিঠিতে আরও উল্লেখ করেছেন, আঞ্চলিক নির্বাচন অফিস, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিস ও উপজেলা/থানা নির্বাচন অফিসসমূহে নিরাপত্তা বাড়ানোর জন্য প্রয়োজনীয়সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের ব্যবস্থা গ্রহণের জন্য আইজিপিকে নির্দেশনা দেওয়া হলো।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102