ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-২ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা একরামুল হক ভূঁইয়া।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের পশ্চিম দৌলতপুর এলাকার ছালামত উল্যাহ ভূঁইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে তার বাবা মরহুম মৌলভী আবদুল হাইয়ের কবর জিয়ারত ও মোনাজাতের মাধ্যমে তিনি প্রচারণা কার্যক্রমের সূচনা করেন।
এরপর নিজ এলাকা থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি নির্বাচনী গণসংযোগ শুরু করেন। গণসংযোগকালে এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের হাতে লিফলেট বিতরণ করেন। এ সময় মাওলানা একরামুল হক ভূঁইয়া বলেন, ‘জনগণের সেবা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমি নির্বাচনী মাঠে নেমেছি। হাতপাখা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।’
পরবর্তীতে তিনি স্থানীয় রাজারহাট বাজারে হাতপাখা প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা সভাপতি গাজী এনামুল হক ভূঁইয়া, উপদেষ্টা মীর আহম্মেদ মীরু, যুব আন্দোলনের সভাপতি জাহিদ হোসেন চৌধুরী, ছাত্র আন্দোলনের সভাপতি নাদের চৌধুরীসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।