শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

শহীদ জিয়া-খালেদা জিয়ার কবর জিয়ারত দিয়ে নীরবের প্রচার শুরু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের মাধ্য দিয়ে ঢাকা-১২ আসনে (সংসদীয় আসন-১৮৫) নির্বাচনি প্রচার শুরু করেছেন বিএনপির সাবেক নেতা ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব।

বৃহস্পতিবার সকালে নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সাইফুল আলম নীরব জিয়া উদ্যানে গিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করেন এবং মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেন।

প্রচার শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন, ‘আমি বৃহত্তর তেজগাঁওয়ের সন্তান। আমি জনগণের চাপে প্রার্থী হয়েছি। আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমি চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসমুক্ত একটি সামাজিক বন্ধনের ঢাকা-১২ গড়তে চাই।’

তিনি বলেন, ‘এই আসনে ফুটবল মার্কায় বিজয়ী হয়ে আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আসনটি উপহার দিতে চাই।’

নীরব বলেন, ‘ঢাকা-১২-কে একটি আধুনিক এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করব। পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহ আমাকে সফল করলে মাদকের কোনো চিহ্ন থাকতে দেব না। চাঁদাবাজদের অস্তিত্ব থাকতে দেব না। কিশোর গ্যাং থাকবে না। ফুটপাতে নয়, হকারদের অন্য স্থানে ব্যবসা করার জন্য ব্যবস্থা করব। ফুটপাতমুক্ত করব, রাস্তাঘাট পরিষ্কার করব। তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের খালি জায়গায় ট্রাক রাখার ব্যবস্থা করব। ড্রেনেজ সমস্যা দূর করার চেষ্টা করব। এলাকার সবাইকে সঙ্গে নিয়ে এই আসনকে একটি মডেল শহর হিসেবে তৈরি করব।’

তিনি বলেন, ‘আমি শহীদ জিয়া ও খালেদা জিয়ার সৈনিক, আমি তারেক রহমানের সৈনিক, আমি স্বতন্ত্র প্রার্থী। এখানে কোনো ধানের শীষ প্রতীক নেই, ধানের শীষ মানেই ফুটবল। এই আসনে বিএনপি মানেই ফুটবল।’

ঢাকা-১২-তে শহীদ জিয়ার মার্কা ফুটবল—এমনটাই দাবি করেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102