বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে নৌ-প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের জন্য একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাসে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে স্মারকটিতে স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান এবং নেদারল্যান্ডসের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: নেদারল্যান্ডস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নন-রেসিডেন্ট ডিফেন্স অ্যাটাচে ক্যাপ্টেন (আরএনএলএন) জি. (জিওর্ডি) ক্লেইন, ইএমএসডি, এমএসসি, নেদারল্যান্ডস দূতাবাসের অর্থ-বাণিজ্য ও বেসরকারি খাত উন্নয়নবিষয়ক সিনিয়র উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালকগণ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।এই সমঝোতা স্মারক নৌ-প্রতিরক্ষা সামগ্রী সম্পর্কিত সহযোগিতার একটি যুগান্তকারী কাঠামো স্থাপন করেছে। এর মাধ্যমে নৌ-প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতা, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা ও প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর এবং লজিস্টিক সহায়তা আরও বিস্তৃত হবে।
উভয় দেশের সামরিক বিশেষজ্ঞ বিনিময় বাড়বে এবং নৌ-প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি, বাংলাদেশের নৌ-প্রতিরক্ষা আধুনিকায়ন এবং নেদারল্যান্ডসের সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতা আরও দৃঢ় হবে।