রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধি ঃ
বিপুল আনন্দঘন ও শান্তিপুর্ন পরিবেশে ঐতিহ্যবাহী পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে স্বপন ব্যানার্জী সভাপতি ও জালাল আহমেদ সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে মোঃ সোহরাব হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক পদে মোঃ মোজাহিদুল ইসলাম নান্নু, অর্থ বিষয়ক সম্পাদক পদে মোঃ আবুল হোসেন তালুকদার নির্বাচিত হয়েছেন। ৬টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন, যথাক্রমে আতিকুল আলম সোহেল, মোঃ মোখলেছুর রহমান, চিন্ময় কর্মকার, বিলাস দাস, জাকারিয়া হৃদয় ও মশিউর রহমান বাবলু।
২২ ডিসেম্বর মঙ্গলবার নতুন বাজারস্থ প্রেসক্লাবে সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচনে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার লতিফা জান্নাতী। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বদরুল আমিন, সহকারী প্রিজাইডিং হিসাবে ছিলেন সদর ইউএনও এর সিএ বাদল দেবনাথ। উক্ত নির্বাচনে ৩৫ জন ভোটারের মধ্যে ৩৪ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।
উভয়কে রাঙ্গাবালী প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাঙ্গাবালী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ।
এএসবিডি/এমএমএ