রাঙ্গাবালী (পটুয়াখালী) থেকেঃ বাংলাদেশ বার্তা, পর্যবেক্ষণ, মানব বার্তা ও বিডি সারাবেলা নিউজে গত ১৫ ডিসেম্বর ‘চরমোন্তাজে দুটি গরু সহ আটক ১’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মোঃ বেল্লাল হাওলাদার ।
তিনি বলেন- প্রকাশিত সংবাদে আমাকে যে বিষয়ে অভিযোগ আনা হয়েছে বিষয়টি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। সংবাদে উল্লিখিত গরু চুরি সমন্দে আমি কিছুই যানি না আর ঘটনার দিন আমি আমার কাজে পার্শ্ববর্তী উপজেলা গলাচিপায় ছিলাম। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এই মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য। প্রকৃতপক্ষে ঘটনাটি সঠিক কিনা তাও আমি জানিনা।
প্রতিবেদকের বক্তব্য : সংবাদটি স্থানীয় ভুক্তভোগীদের বক্তব্য, অভিযোগের কপি, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ও বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে করা হয়েছে। কাউকে ছোট করার জন্য বা উদ্দেশ্য প্রণোদিত হয়ে প্রতিবেদনটি করা হয়নি বা প্রতিবেদকের নিজস্ব মতামতের ভিত্তিতে সংবাদটি করা হয়নি।
এএসবিডি /আরআই/আরএইচএস