রুবি,নেত্রকোণা প্রতিনিধি//নেত্রকোনার আটপাড়ায় সারাবিশ্বের ন্যায় ৯ই ডিসেম্বর বুধবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ পালিত হয়েছে। “শেখ হাসিনার বারতা-নারী-পুরুষ সমতা'”শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে দিবসের শুরুতে মাক্স বিতরণ এবং র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীর পর উপজেলা পরিষদ হল রুমে ১ এক আলোচনা সভা ও জয়ীতাদের সম্মাননা পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানার সভাপতিত্বে এবং উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো: আবদুর রব সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী খায়রুল ইসলাম। এছাড়াও এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আওয়ামী লীগ নেতা সুলতান উদ্দিন আহমেদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান, উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল আলিম খান, উপজেলা তথ্য অফিসার মৌমিতা ভদ্র, উপজেলা একাডেমিক সুপারভাইজার রুপা নন্দী, বানিয়াজান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত, উপজেলা যুবলীগ সভাপতি নিজাম ইয়ার খান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, উপজেলা মহিলা অধিদপ্তরের উপ-সহকারী বিনয় কৃষ্ণ কর সহ অন্যান্য কর্মচারীবৃন্দ, সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ রাশেদুল হাবিব ভূঞা ইকবাল সহ সাংবাদিকবৃন্দ ও কিশোরী ক্লাব এর সদস্য বৃন্দ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনের জন্য নাসিমা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানিয়া নাসরিন চৌধুরী রেখা, সফল নারী হিসেবে মঞ্জুরা বেগম এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন নারী হালিমা খাতুন কে “জয়িতা তোমরাই আমাদের বাতিঘর” এই শ্লোগানকে সামনে রেখে জয়িতা অন্বেষণে বাংলাদেশ জয়িতা সম্মাননা প্রদান করেন।