তহিদুল ইসলাম সানি, মোংলা সংবাদদাতা//মোংলা উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা ৯ ডিসেম্বর বুধবার দুপুর উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয় অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুর ১টায় অনুষ্ঠিত গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার।
সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, ইউপি চেয়ারম্যান নিখিল চদ্র রায়, ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হাওলাদার, ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসন, ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম নাজনিন, উপজেলা সম্বয়কারী মোঃ আশরাফুল ইসলাম প্রমূখ। সভায় সেপ্টেম্বর ২০২০ থেকে নভেম্বর ২০২০ পর্যন্ত তিন মাসের গ্রাম আদালতের কার্য্যক্রম মূল্যায়ন করা হয়।
সভার রিপোর্টে জানা যায় সেপ্টেম্বর থেকে নভেম্বর তিন মাস গ্রাম আদালত মোট মামলা গ্রহণ করা হয় ৮৮টি। তিন মাস মামলা নিষ্পত্তি হয় ৯১টি। এই সময়কাল গ্রাম আদালতের মাধ্যমে মোট অর্থ আদায় হয় ৫ লাখ ৭৮ হাজার ৩২০ টাকা।
তিন মাসের মূল্যায়ন সর্বোচ্চ সংখ্যক ২৮টি মামলা গ্রহণ করা হয় মিঠাখালী ইউনিয়ন। এসময় মিঠাখালী ইউনিয়ন মাট মামলা নিষ্পত্তি হয় ২৫টি এবং অর্থ আদায় ১ লাখ ৫২ হাজার ৬৭০ টাকা। সভায় গ্রাম আদালতের কার্যক্রমর সেরা পারফর্মেন্স বিচনায় মিঠাখালী ইউনিয়নর চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হাওলাদারকে উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদারের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।