সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন

কাহারোলে প্রতিবন্ধী ও ভিক্ষুকদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ করলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ কাহারোলে প্রতিবন্ধী এবং ভিক্ষুকদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ করেছেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে কাহারোল উপজেলায় ১০ জন প্রতিবন্ধীকে ১০টি হুইল চেয়ার ও ১৩ জন ভিক্ষুকের মাঝে নগত ৫ হাজার টাকা করে ৬৫ হাজার টাকা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) কাহারোল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ২৯তম আন্তর্জাতিক ও ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধী ও ভিক্ষুকদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল বলেন, অবহেলিত প্রতিবন্ধীদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করেছেন জননেত্রী শেখ হাসিনা। এক সময় এই প্রতিবন্ধীদের অভিভাবক-পরিবার সকলে একটি বোঝা মনে করত। সেখান থেকে আজকে প্রতিবন্ধীরাও রাষ্ট্রের অধিকারী এ অবস্থায় উপনীত করেছেন বর্তমান সরকার। সরকারি চাকরিতে প্রতিবন্ধী কোটা, প্রতিবন্ধী ভাতা সব কিছু প্রতিবন্ধীদের ক্ষেত্রে যে মমত্ববোধ, আন্তরিকতা এবং রাষ্ট্রীয় দায়িত্ববোধ জননেত্রী শেখ হাসিনা দেখিয়েছেন তা ইতিপূর্বে কোন সরকার পালন করেননি। আজকে জাতিসংঘের অটিজমের উপরে বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরুপ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।
উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল হাসান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব কুমার বাগচী ও কাহারোল থানার কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন।
এদিকে বীরগঞ্জ উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ২৯তম আন্তর্জাতিক ও ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে ৩৫ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ভিক্ষুক তালিকাভুক্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২২ জনকে ১ লাখ ১০ হাজার টাকা ও ২ জন ভিক্ষুকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা মূল্যের দোকান ও মালামাল বিতরণ করেন মনোরঞ্জনশীল গোপাল এমপি।

এএসবিডি/এমএমএ

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102