মোঃ রনি মিয়া জগন্নাথপুর সংবাদদাতা :
১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযত মর্যাদার সহিত উদযাপনের লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় রাধারমন মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান,পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাম্মদ ফারজানা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধুসূধন ধর,
উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে মোখলেছুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান বলেন, বৈশ্বিক মহামারী করোনার কারণে কর্মসূচী এবার সীমিত করা হয়েছে। আমরা যার যার অবস্থান থেকে মহান বিজয় দিবস, বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো।
এএসবিডি/এমএমএ