নেত্রকোণা প্রতিনিধিঃ মুজিব জন্মশতবর্ষে জমি ও গৃহহীনদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার নেত্রকোণার বারহাট্টা উপজেলার জীবনপুর, স্বল্পদশাল প্রভৃতি গ্রামসহ বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ঘর পদির্শন করেছেন স্থানীয় সরকার বিভাগ, নেত্রকোণার উপ-পরিচালক (উপ-সচিব) জিয়া আহমেদ সুমন।
এ সময় বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাইনুল হক, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা শরফুল ইসলাম, বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোর্শেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমান, বারহাট্টা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শকালে উপ-সচিব জীবনপুর গ্রামের মুজিবুরের নির্মাণাধীন ঘরের পরিমাপসহ বিভিন্ন ত্রুটি লক্ষ্য করেন।এ সময় তিনি কাজের বাস্তবায়নে নিয়োজিত কর্মকর্তাদের সঠিকভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।