শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন

ছাতকের গোবিন্দগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

মোঃআক্তার হোসেনঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ চত্বর এলাকায় যানজট নিরসনে জনদাবীর পরিপ্রেক্ষিতে মহাসড়ক আইন ২০১৮ এর ৩৭ ধারা ও মহামান্য আদালতে রীট পিটিশন ১৫৪৬/২০১১ ও ৩৮৫৫/২০১৩ আদেশ বাস্তবায়নের লক্ষ্যে, গোবিন্দগঞ্জ তকিপুর মৌজার ২৫২ সরকারী ৬২ দাগ “খাল” হতে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। শনিবার বিকেলে বৃহত্তর গোবিন্দগঞ্জ বাসীর ব্যানারে গোবিন্দগঞ্জ পয়েন্ট এ মানববন্ধন অনুষ্টিত হয়।

সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক রজব উদ্দিন (মোল্লা)’র সভাপতিত্বে ও শিক্ষক নেতা পংকজ দত্তের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, যুবনেতা সদরুল আমিন সুহান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত আটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আপ্তাব উদ্দিন, সাধারন সম্পাদক জমসিদ আলী, শ্রমিক নেতা খালেদ আহমদ, এড. আবুল কালাম আজাদ, বিধান দে, উপজেলা যুবলীগ নেতা আশরাফ উদ্দিন, কাউসার আহমদ, লোকমান হোসেন, ক্রিড়া সংগঠক ছায়াদ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ফজল উদ্দিন, দিলোয়ার হোসেন, শিক্ষক নেতা রেজ্জাদ আহমদ, ছায়াদুর রহমান, যুবনেতা বোরহান উদ্দিন ছুরত, হারুন মিয়া, আনছার উদ্দিন, আখতার আহমেদ প্রমুখ।

বক্তরা বলেন, যানজট নিরসনে সিলেট সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ এলাকার সড়ক প্রসস্থ করেছে সরকার। কিন্তু অবৈধ দখলকারীদের কারনে মুলত যানজট নিরসন হচ্ছেনা। গাড়ি পার্কিং এর জায়গা নেই। সাবেক স্ট্যান্ড বিলুপ্ত হয়ে পড়েছে। বাধ্য হয়ে রাস্তার উপর ছোট-বড় গাড়ি দাঁড় করানো হচ্ছে।

বক্তারা আরো বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করার নিদের্শনা বাস্তবায়ন করছেন সংশ্লিষ্টরা। ১৬ ডিসেম্বর এর আগে গোবিন্দগঞ্জ রেল লাইনের পশ্চিমে সরকারী ৬২ দাগ “খাল” হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জোর দাবী জানান বক্তারা। অন্যতায় বৃহত্তর আন্দোলনে যাবেন বলে তোলার হুশিয়ারী উচ্চারন বক্তারা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102