পুনম শাহরীয়ার ঋতু, ঢাকা:গাজীপুরের কালিয়াকৈর মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শনিবার সকালে কালিয়াকৈর বাজারের মুক্তিযুদ্ধা সংসদের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিমার্ণের বিরোধীদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন।
সকাল ১১ টায় এ মানববন্ধনে শতাধিক মুক্তিযোদ্ধা, বাজার ব্যবসায়ী অংশ নেন।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা. শাহাবুদ্দিন আহসান,কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়,
মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মোঃ আব্দুর রশিদ, মোঃ নাসির উদ্দিন প্রমুখ।
বক্তারা জানান, পৃথিবীর সব ইসলামিক দেশে ভাস্কর্য থাকলেও স্বাধীনতা বিরোধীরা মাথা চাড়া দিয়ে দেশে অশান্তির চেষ্টা করছে। সকলকে এক হয়ে এ ষড়যন্ত্র রুখে দিতে হবে