মুহাম্মদ রায়হান উদ্দিন,স্টাফ রিপোর্টার:
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সত্যের জ্যোতি ব্লাড ব্যাংক ২০১৮ সালের ২০জুলাই একঝাঁক তরুণ-তরুণী নিয়ে মানবসেবার লক্ষ্যে চট্টগ্রামে গঠিত হয়।
দ্রুত সময়ে তাদের কাজের অগ্রগতিতে সত্যের জ্যোতি ব্লাড ব্যাংকের নাম ছড়িয়ে পড়ে দেশব্যাপী, সংগঠনটি প্রতিষ্ঠার পাচঁ মাস পরে গঠিত হয় কুমিল্লা শাখা, সত্যের জ্যোতি ব্লাড ব্যাংক কুমিল্লা জেলা শাখার ২য় বর্ষপূর্তি ও বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ নভেম্বর শুক্রবার লাকসাম এস এস টাওয়ারে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাকসাম ফেয়ার হেলথ হসপিটালের ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, উদ্বোধক ছিলেন লাকসাম আধুনিক হসপিটালের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল কাশেম, কুমিল্লা জর্জ কোর্টের আইনজীবী এডভোকেট সামছুল আলম সুমন, মাওলানা মুফতি মিজানুর রহমান,। মোহাম্মদ আব্দুল আজিজ, মোঃখোরশেদ আলম, মোহাম্মদ শাহাদাৎ হোসেন, মোঃশাহরিয়ার তানভীর, মোহাম্মদ নুরুল আজম সহ কুমিল্লা জেলা শাখার এডমিন মডেরেটর ও সদস্যবৃন্দ। এবং
সভাপতিত্ব করেন মোহাম্মদ আকরাম হোসেন কেন্দ্রীয় এডমিন।
আলোচনা শেষে অনুষ্ঠিত কাউন্সিলে ৯জন কে উপদেষ্টা ৬ জন কে এডমিন ও ১৩ জনকে মডারেটর করে ২০২১সেশসেন নতুন কমিটি গঠন করা হয় এবং অতিথি ও সদস্যদের নিয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।