নিজস্ব প্রতিবেদকঃকিভাবে পরীক্ষায় ভালো ফলাফল করা যায় করোনা পরিস্থিতিতে এই প্রশ্ন শিক্ষার্থীদের সর্বাধিক আলোচিত একটি বিষয়।
পরীক্ষায় ভাল ফলাফল করার জন্য প্রয়োজন কিছু কৌশল অবলম্বন ও ধৈর্য ধারন করা।
যার ধৈর্য যত বেশি তার সাফল্য তত বেশি।
কোন শিক্ষার্থী সৎভাবে পরিশ্রম না করে ভাল ফলাফল করতে পারে না।
আসুন পরীক্ষায় ভালো ফলাফল করার কিছু উপায় জেনে নিই একজন সুপরিচিত সাংবাদিক ও শিক্ষক মোঃ জিকরুল হক এর কাছে।
এব্যাপারে তিনি বেশকিছু পরামর্শ দিয়েছেনঃ
প্রথমত, কোনো কঠিন টপিকস পড়ার সময় আপনি উক্ত টপিকস এর কল্পনাজগতে চলে যান এবং বিষয়গুলো বোঝার চেষ্টা করুন। পাশাপাশি নিজের জন্য একটি রুটিন করে নিন। পড়ার সময় সাথে প্রয়োজনীয় খাওয়ার পানি রাখুন মনোযোগ বৃদ্ধিতে।
দ্বিতীয়ত, ক্লাসের সময় নোট করুন এবং পুনপুন রিভিউ করুন। অনলাইন ক্লাসের ক্ষেত্রে বইয়ের সাথে মিলিয়ে পড়া ও লেখার অভ্যাস করুন। পাশাপাশি পরবর্তী ক্লাসে ওঠার উপযোগী গাইডলাইন এর জন্য চর্চা অব্যাহত রাখুন।।
তৃতীয়ত, প্রতিদিন ঠিকমতো ঘুম নিশ্চিত করুন। ৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করার জন্য রাতে দ্রুত ঘুমিয়ে যাওয়া এবং ভোরে ঘুম থেকে উঠা জরুরি।
চতুর্থত, প্রতিদিনের হোম ওয়ার্ক শেষ করুন কেননা নিয়মিত হোম ওয়ার্ক করার ফলে আপনার পরীক্ষার সিলেবাসও দ্রুত শেষ হয়ে যাবে। এই করোনায় অটোপাস এর সুযোগ হয়েছে যাদের তারাও পড়াশোনা চর্চা করুন কেননা পরবর্তী ক্লাসে ব্যসিকগুলো পড়তে ও বুঝতে আর কোনো অসুবিধা হবে না।
পঞ্চমত, শিক্ষকের সাথে যোগাযোগ রাখুন এবং কোন পড়া না বুঝলে শিক্ষকের সাথে আলোচনা করুন।
সর্বশেষ, নিজেকে যাচাই করুন অর্থাৎ নিজে নিজে কিছু পরীক্ষা বাসায় বসেই দিন এতে নিজের প্রতি আত্নবিশ্বাস বাড়বে এবং নিজের শরীরের বিশেষ যত্ন নিন বিশেষ করে অনলাইন ক্লাসের আগে ও পরে নিজের চোখের প্রতি অধিক যত্নশীল হওয়া অত্যাবশ্যক।