এক এম জাকির বনানীপাড়া প্রতিনিধি।।বানারীপাড়ায় পৌর শহরে ১০ পিস ইয়াবাসহ বেল্লাল হাওলাদার (১৮) নামে এক মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে পৌর শহরের ২নং ওয়ার্ডের অন্তর্গত বন্দরবাজারের রিকশাস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বেল্লাল হাওলাদার উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামের মৃত লোকমান হাওলাদারের ছেলে। এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক শাহাদাত হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওইদিন বিকালে তাকে বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে।