পুনম শাহরীয়ার ঋতু, ঢাকা:
দেড় যুগ পর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত যাচ্ছে। সন্মেলনকে ঘিরে দলের নেতা-কর্মী ও সমর্থকের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। কাউন্সিলের মাধ্যমে দলের তারুণ্য নেতা কর্মীরা নতুন নেতৃত্ব প্রত্যাশা করছেন।
তবে নবীণ ও প্রবীণের সমন্বয়ে নতুন কমিটি গঠিত হবে এমন আশা দলের বয়োজেষ্ঠ্ নেতা কর্মী। এদিকে কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সন্মেলনকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে।
উপজেলার চান্দরাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠে নির্মাণ করা হচ্ছে বিশাল সামিয়ানা। সন্মেলন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেড আ ক ম মোজাম্মেল হক এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কর্ণেল (অব:) ফারুক খান এমপি সভাপতি মন্ডলির সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ও সভাপতি পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ, মির্জা আজম এমপি পাট ও বস্ত্র মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ,মেহের আফরোজ চুমকী এমপি মন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও মহিলা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, মো. আনোয়ার হোসেন সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সন্মেলনে সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো. মুরাদ কবীর ও সঞ্চালন করবেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক শিকদার মোশারফ হোসেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলি খান, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, পৌর আআওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক আব্দুল ওহাব মিয়া, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম তুষারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা