শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন

পূর্বধলায় আ’লীগ নেতা হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমান আলী হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এলাকাবাসীর উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে ঘাগড়া ইউনিয়নের চৌরাস্তা বাজারে বেলা ১টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধনে এলাকার সকল শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- উপজেলা তাঁতী লীগের সভাপতি আবদুল জলিল সরকার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক মঞ্জুরুল ইসলাম, ছাত্রলীগ নেতা ফরহাদ আকন্দ, মাসুদ আকন্দ প্রমুখ। পরে মানববন্ধন থেকে মিছিল বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, গত ১০ আগষ্ট এলাকার কতিপয় দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনদিন পর তিনি মারা যান। এ ঘটনায় পূর্বধলা থানায় মামলা হলেও আসামিরা গ্রেফতার হয়নি।

এএসবিডি/আরএইচএস

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102