মুহাম্মদ রায়হান উদ্দিন, স্টাফ রিপোর্টার:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৫নং রোসাংগিরী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন কাতার প্রবাসী, মোহাম্মদ আলাউদ্দিন আহমেদ। তারই ধারাবাহিকতায় আজ ২৩-১১-২০ইং রোজ সোমবার বিকালে ফটিকছড়ি আধ্যাত্মিক জগতের স্বনামধন্য স্থাপিত মাইজভান্ডার শরিফে মাজার জিয়ারত করতে আসেন, জিয়ারত করার পরেই আসন্ন ইউপি নির্বাচনে ফটিকছড়ির ১৫নং রোসাংগিরী ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদপ্রার্থীতার ঘোষণা দিলেন রোসাংগিরী ইউনিয়নের ছোবহান মোল্লার বাড়ীর প্রয়াত তোফায়েল আহমেদ’র পুত্র এক সময়ের তুখোড় ছাত্রনেতা ও জনপ্রিয় মুখ মোহাম্মদ আলাউদ্দিন আহমেদ৷ বর্নাঢ্য পরিবারে জন্ম তার , চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে নির্বাচন করার লক্ষ্যে চলতি মাসেই দেশে ফিরছেন ৷
শিক্ষা জীবনে তিনি বি.এ পাশ, এল.এল.বি’তে অধ্যায়ণরত অবস্থায় ফাইনাল পরীক্ষা না দিয়েই ভাগ্য পরিবর্তনের আশায় পাড়ি জমান সুদূর প্রবাসে৷ প্রবাসে থেকেই তিনি রোসাংগিরী এলাকার গরীব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন সব সময়৷ যে বা যিনি যেভাবে সাহায্য চেয়েছেন তাকে সেভাবে সাহায্য করেছেন নীরবে৷ একইভাবে আর্থিক সাহায্যের হাত প্রসারিত করেন মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন সংগঠনেও৷
নির্বাচন কমিশনের দেয়া তথ্যমতে, সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছর ২০২১ সালের শুরুর দিকে ইউপি নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় মার্চ মাসের মধ্যেই ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই ধারাবাহিকতায় তৃনমুল পর্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সরগরম হয়ে উঠছে প্রতিটি পাড়া-মহল্লা। অন্যদের ন্যায় নিজের প্রার্থীতা জানান দিতে এবং ইউনিয়ন-বাসীর সমর্থন আদায় করে নিতে বসে নেই চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলাউদ্দিন আহমেদ। নিজের পক্ষে জনসমর্থন আদায় করে নিতে প্রত্যহ চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। পাশাপাশি প্রবাসে থেকে ও নিয়মিত যোগাযোগ রাখছেন কর্মী-সমর্থকদের সাথে।
কোন সরকারি প্রতিনিধি না হয়েও এলাকার কর্মহীন ও অসহায় মানুষদের সাধ্যানুযায়ী সহযোগিতার হাত বাড়িয়েছেন। আগামীতে এলাকার অবেহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি। এর জন্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হবেন বলে জানিয়ে আরো বলেন, জনগনের ভোটে নির্বাচিত হয়ে যদি মানবসেবার সুযোগ পাই, ইউনিয়ন-বাসীর পাশে থেকে শিক্ষা, চিকিৎসা, ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করার পাশাপাশি এলাকায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় সচেষ্ট থাকবো। এছাড়া মাদক, জোয়া, ঘুষ, দুর্নীতি ও নারী নির্যাতন প্রতিরোধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবো। এ বিষয়ে সাংবাদিক মোহাম্মাদ রায়হান উদ্দিন’কে তিনি বলেন, নির্বাচনের পূর্বেও মানুষের পাশে আছি নিঃস্বার্থভাবে, নির্বাচনের পরেও একইভাবে থাকবো ইনশাআল্লাহ। নির্বাচন করার ইচ্ছে পোষণ করলাম কেবল জনগণের কল্যাণে নিজেকে আরো বৃহৎকারে মেলে ধরার লক্ষ্যে অন্য কোন অসৎ উদ্দেশ্যে অবশ্যই নয়৷ এছাড়া রোসাংগিরী ইউনিয়নকে ডিজিটাল ও মডেল ইউনিয়নে রূপান্তর করা আমার অন্যতম লক্ষ্য উদ্দেশ্য৷