শেখ শহীদুল্লাহ্ আআল আজাদ. রূপসাঃ খুলনা জেলার রূপসা উপজেলায় প্রতিষ্ঠিত একটি মানবিক জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন রূপসা ব্লাড কাফেলা, দীর্ঘদিন ধরে রূপসার অসহায় মানুষের দুর্দিনের সাথী হিসেবে পরিচিত এই সংগঠনটি।
আজ ২৮ আগষ্ট ২০২০ বিকাল ৪টায় রূপসা ব্লাড কাফেলার প্রধান কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক এফ এম বুরহান এর উপস্থিতিতে হাফেজ মুহাম্মদ রাতুল এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে শেখ নাজমুস সাকিব এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডাঃ মোর্তজা রায়হান ঢালী এর সঞ্চালনায় ২০২০-২০২১ সেশন কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। এসময় প্রতিষ্ঠাতা পরিচালক এফ এম বুরহান বলেন, নতুন কমিটি যেন মানুষের কল্যাণে পূর্বের ন্যায় নিজেকে ২৪ নিয়োজিত রাখে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আসমা বেগম, মিসেস আসলাম, বাদশা শেখ, আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ ফরহাদ মোল্লা, মেহেদী হাসান,সোহান শেখ,হাসিব শেখ,কাবির আহমেদ,আমিনুল ইসলাম,আব্দুল কাদের,এ্যডভোকেট লাবু,সাংবাদিক শেখ শহীদুল্লাহ্ আল আজাদ,আরমান মল্লিক,তামান্না তাবাচ্ছুম,জাকারিয়া মল্লিক,ফামিম খান,রবিউল ইসলাম,আরিফ মোল্লা,সাকিব গাজী,মামুন,আলিমুন, ইয়ামিন প্রমুখ।
এএসবিডি/আরএইচএস