পুনম শাহরীয়ার ঋতু,ঢাকা:
গাজীপুরের কালিয়াকৈর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সদস্য সচিব এম তুষারী বলেছেন, স্বাস্থ্য বিধি মানার শর্ত দিয়ে সকল কেজি স্কুল খুলে দিন। সারাদেশে শিক্ষা উদ্যোক্তা করোনার কারণে ক্ষতির সম্মুখিন হচ্ছে। ইতিমধ্যে কয়েক হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে। সরকার যদি কওমী মাদরাসায় মাস্ক বিহিন ক্লাশ করার অনুমোতি বা খুলার অনুুুুুুমোতি দিতে পারেন তাহলে কেজি স্কুল মালিকরা কেন স্কুল খুলতে পারবেন না।
সোমবার সকালে গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের উপজেলা ভিত্তিক সম্মেলনে অতিথি হিসাবে বক্তৃতাকালে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, সকল সংগঠনের নেতৃবন্দদের উদ্যেশ যদি এক হয়, তাহলে করোনাকালে মোকাবিলা করা সম্ভব। তাই আজ দুযোর্গে সকলকে এক হতে হবে।
গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন উপজেলা শাখা কমিটি গঠন সম্মেল সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ মঞ্চে অনুষ্ঠিত হয়।
নুর মোহাম্মদ মামুনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান আলোচক হিসাবে বক্তৃতা করেন, এ এইচ এম আরিফ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান অধ্যাপক এ এইচ আরিফ হোসেন, প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান মাষ্টার, সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান হাবিবুর রহমান,
কাশিমপুর থানা কমিটির সভাপতি আজিজুর রহমান মনু, বাছির উদ্দিন,আজহারুল ইসলাম লিখন, জহিরুল ইসলাম,আব্দুল মান্নান প্রমুখ