আবু তালেব আনচারী চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃচট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা দোহাজারী পৌরসভাধীন বারুদখানা ওয়ার্ড শাখার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক গাছবাড়িয়া সরকারি কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্র সাবিদুল ইসলাম সাজ্জাদ হত্যার খুনিদের গ্রেফতার করে বিচারের দাবিতে আজ শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় দোহাজারী পৌরসভা কার্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রসেনার ব্যবস্থাপনায় শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় দোহাজারী পৌরসভা কার্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাগরণী সন্ধ্যা, মোমবাতি প্রজ্জ্বলন ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ জেলা ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ মাঈনুদ্দিন কাদেরির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন মুরাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন নিহত সাজ্জাদের বড় ভাই জামাল মাহমুদ ও হেলাল মাহমুদ, দক্ষিণ জেলা ছাত্রসেনা নেতা এস এম রফিক ওসমানী, মুহাম্মদ ইব্রাহীম, ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের প্রচার সম্পাদক আরফাতুল ইসলাম, নজরুল ইসলাম শওকত, বোরহান উদ্দিন সিদ্দীকি, শায়ের রফিকুল ইসলাম, শায়ের খোরশেদ রেজা, মোহাম্মদ সোলায়মান, শানসুদ্দিন জামশেদ, কামরুল হাসান, ফোরকান উদ্দিন ফরহাদ, এস এম ফরিদ, তাজবীন চৌধুরী, আনোয়ার হোসাইন, শওকত এনাম ইমন প্রমূখ।
এতে বক্তারা বলেন, বিগত ১২ নভেম্বর সাতকানিয়া উপজেলার কালিয়াইশ বিওসির মোড়ে চিহ্নিত সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে সাজ্জাদ খুন হয়। ঘটনার পর ১০ দিন পেরিয়ে গেলেও প্রশাসনের নীরব ভূমিকার কারনে খুনিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে সাজ্জাদের হত্যাকারী চিহ্নিত সন্ত্রাসী খুনিদের গ্রেফতার করা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
পরে একটি মশাল মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ দোহাজারী পৌরসভা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আগামী ২৬ নভেম্বর বিকাল ৩ টায় দোহাজারীতে সড়ক অবরোধ কর্মসূচি পালণ করার ঘোষণা দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ মাঈনুদ্দিন কাদেরি।