আবু তালেব আনচারি, চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৫নং বরমা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মধ্যম চর বরমা ঈদগা মাঠে সমাজিক সংগঠন চর বরমা ব্লাড ব্যাংকের উদ্যোগে আজ ২৮ আগষ্ট শুক্রবার সকালে গাইনি,মেডিসিন বিশেজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি চিকিৎসা সেবা,ব্লাডগ্রুপ নির্নয় ও ডায়াবেটিস পরিক্ষাকরা হয়।চিকিৎসা সেবা শেষে
রক্ত দিন জীবন বাচান। আমরা হব রক্ত,দাতা, জয় হবে মানবত। এ স্লোগানকে সামনে রেখে সমাজিক সংগঠন চর বরমা ব্লাড ব্যাংক এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।চার বরমা৯ নং ওয়ার্ডের মেম্বার শাহআলমএর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাহাঙ্গীর আলম ও ফারহান উল্লার যৌত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান নুরুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরমা উচ্চ বিদ্যালয়েয় প্রধান শিক্ষক এস,এম ছৈয়দ হোসেন, রবিউল হুসাইন কুতুবউদ্দি, নুর হোসেন, আমির খান, আনিসুল হক অত্র সংগঠনের সিনিয়র সদস্য ফারহান উল্লাহ জানান আজ এলাকার প্রায় ৩শতাধিক রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় । আগামীতে এ সংগঠন মাদক মুক্ত,কিশোর গ্যাং মুক্ত করার জন্য বিভিন্ন কর্মসুচি গ্রহন করবে।
এএসবিডি/আরএইচএস