আমতলী প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে পটুয়াখালী -কুয়াকাটা মহাসড়কের আমতলীর খুড়িয়া খেয়াঘাট নামক স্থানে তমাল নামের এক কলেজ ছাত্র মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে পড়ে মাইক্রোবাসের চাপায় মারা গেছে । এ মর্মান্তিক ঘটনা ঘটেছে শুক্রবার রাত ৮ টার সময় ।
আমতলী থানা সূত্রে জানা গেছে , পটুয়াখালীর বাউফল উপজেলার শিংরাকাঠি গ্রামের শিশির হাওলাদারের ছেলে তমাল হাওলাদার তার মামা শ্রী উজ্জল বেপারী ও শুভ বিশ্বাসের সাথে মোটরসাইকেল যোগে সৈকত সমুদ্র কুয়াকাটা ভ্রমনে যাচ্ছিল।।
শুক্রবার রাত ৮ টার দিকে আমতলী -কুয়াকাটা মহাসড়কের খুড়িয়ার খেয়াঘাট নামক স্থানে একটি পরিবহন বাসকে সাইট দিতে গিয়ে তমাল মোটর সাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যায়। এ সময় পিছন দিক থেকে একটি মাইক্রোবাস এসে তমালকে চাপা দেয়। । স্থানীয়রা দ্রুত তমালকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । হাসপাতালের কমিনিউটি মেডিকেল অফিসার আলহাজ্ব ডা: মোঃ হারুন অর রশিদ তাকে মৃত্যু ঘোষনা করেন। তমাল বাউফল উপজেলার কাছিপাড়া কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিল।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম হাওলাদার মুঠোফোনে বলেন হাসপাতালের প্রতিবেদন পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এএসবিডি/আরএইচএস