প্রিয় হুমায়ূন আহমেদ,
“একি কান্ড” বলুন তো!!!আপনাকে লিখতে গিয়ে”কিছুক্ষণ” পরপর থেমে যাচ্ছে আমার ”বলপয়েন্ট”।বলপয়েন্টে কালি আছে ঠিকই, কিন্তু চোখে”আমার আছে জল”। চারপাশটা কেমন ”শুন্য” লাগছে।
মনে হচ্ছে ”কোথাও কেউ নেই”। কি ”বিপদ”………
কেনো আমাদের ফেলে ”অচিনপুরে” চলে গেলেন
আপনি? এই ”নির্বাসনটার” কি খুব দরকার ছিলো?
”দরজার ওপাশে” গিয়ে আমাদের ছেড়ে ”মেঘের
ছায়া” দেখতে ভালো লাগবে আপনার? আমাদের
মাথায় উপর একটা ” শ্যামল ছায়া” হয়ে থাকতে
থাকতে ক্লান্ত হয়ে পড়েছিলেন তাইনা?
সে জন্যই বোধহয় এই ”পারাপার”……
তবে আমাদের ভুলবেন না জানি। ”ময়ূরাক্ষীর
তীরে” যখন ”লিলুয়া” বাতাস বইবে, তখন নিশ্চয়ই
আমাদের কথা মনে পড়বে আপনার। ”ভয়” নেই, এই
আমি কথা দিচ্ছি, আপনার প্রিয় ”বৃষ্টি বিলাস”
চলবেই। ”বাদল দিনের দ্বিতীয় কদম ফুল” টা বরাদ্দ
থাকবে আপনার জন্যই……
”চাঁদের আলোয় কয়েকজন যুবক” উপভোগ করবে
”হিমুর রুপালি রাত্রি”। গলা ছেঁড়ে গাইবে আজ
জোছনা রাতে ” সবাই গেছে বনে” ” অন্যভুবন”
থেকে আপনি নিজে যে তাদের সঙ্গে যোগ
দিবেন, এ ব্যাপারে আমি একেবারে নিশ্চিত। ”
অনন্তনক্ষত্রবিথী” র যে কোন স্থান থেকে
আপনাকে খুঁজে নিতে কষ্ট হবে না একটুও।
সেই ”অপেক্ষায়”
”আমি এবং আমরা”
শুভ জন্মদিন হুমায়ুন আহমেদ স্যার।