শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

ইতিহাস গড়ে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি, বেতন ও চুক্তির অঙ্কে রেকর্ড

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিল জাতীয় দলের ডাগআউটে বসতে চলেছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। চলতি মে মাসের শেষ সপ্তাহ থেকেই তিনি ব্রাজিল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে নিশ্চিত করেছে বিবিসি, স্কাই ইতালিয়া এবং বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

এ নিয়ে প্রথমবারের মতো ব্রাজিল জাতীয় দলের কোচ হলেন একজন বিদেশি, যিনি পূর্ণ মেয়াদে দায়িত্ব পাচ্ছেন। আনচেলত্তির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (CBF)।

৬০ বছরের ইতিহাস ভাঙলেন আনচেলত্তি

ব্রাজিলের কোচ হিসেবে শেষ বিদেশি ছিলেন আর্জেন্টাইন ফিলপো নুনেজ, যিনি ১৯৬৫ সালে খণ্ডকালীনভাবে দায়িত্ব পালন করেছিলেন। প্রায় ছয় দশক পর ব্রাজিল জাতীয় দল খেলবে এক বিদেশি কোচের অধীনে। আনচেলত্তির যাত্রা শুরু হবে আগামী জুন মাসে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে।

চুক্তিতে চমক: ১০ মিলিয়ন ডলারের বেতন
ব্রাজিল ফুটবলে কোচিং ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এই চুক্তিতে আনচেলত্তি পাচ্ছেন বাৎসরিক ১০ মিলিয়ন ইউএস ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২১ কোটি টাকা)। মাসিক বেতন দাঁড়ায় ৮৫ হাজার ডলার বা প্রায় ১০ কোটি টাকা। চুক্তিতে আছে এক আকর্ষণীয় বোনাস শর্ত:

২০২৬ বিশ্বকাপ জিতাতে পারলে আনচেলত্তি আরও পাবেন ৫ মিলিয়ন ডলারের বোনাস।

স্প্যানিশ দৈনিক ডিয়ারিও এএস ও ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো জানিয়েছে, এটি জাতীয় দলের কোচদের বেতনের ক্ষেত্রে বিশ্বের অন্যতম বড় চুক্তি। সাবেক ব্রাজিল কোচ তিতে ও দোরিভাল জুনিয়র-এর তুলনায় আনচেলত্তির বেতন দ্বিগুণেরও বেশি।

কোচিং ক্যারিয়ারে এক কিংবদন্তি
কার্লো আনচেলত্তি ক্লাব পর্যায়ে ইতিহাস গড়েছেন বহুবার। তিনিই একমাত্র কোচ যিনি ইউরোপের টপ ফাইভ লিগে (ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি, ফ্রান্স) চ্যাম্পিয়ন হয়েছেন। আছে কোচ হিসেবে ৫টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের অনন্য রেকর্ড।

তবে এই প্রথমবারের মতো তিনি জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন— আর সেটা বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী ফুটবল দলের।

আসছে ভিনিসিয়ুস-রদ্রিগোদের নতুন অধ্যায়
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের লক্ষ্য স্পষ্ট—৬ষ্ঠ বিশ্বকাপ জয়। এই লক্ষ্যে আনচেলত্তির কাঁধে এবার বিশাল দায়িত্ব। তরুণ তারকা ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, এন্ড্রিক সহ নতুন প্রজন্মের ব্রাজিলিয়ানদের নেতৃত্বে আনচেলত্তির মিশন শুরু জুন মাস থেকেই।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102