অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন হলে ভারত গিয়ে চিকিৎসা নেওয়ার প্রয়োজন হতো না।”
১২ মে (সোমবার) আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “শিক্ষা, স্বাস্থ্য ও কল্যাণ খাতে সরকারকে দূরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্ত নিতে হবে। উড়ালসেতু আর মেগা প্রকল্প চিবিয়ে খাওয়া যাবে না। মানুষের মৌলিক উন্নয়ন ছাড়া দেশ এগোতে পারে না। করোনার সময় স্বাস্থ্য খাতে দুর্নীতির যে চিত্র প্রকাশ পেয়েছে, তার দায় কেউ এড়াতে পারে না।”
নার্সদের অবদান তুলে ধরে তিনি বলেন, “নার্সরা মায়ের মতো সেবা করেন। অথচ তাদের সামাজিক মর্যাদা, আবাসন ও কাজের পরিবেশ প্রশ্নবিদ্ধ। নার্সদের প্রতি বৈষম্য দক্ষিণ এশিয়াজুড়েই বিদ্যমান।”
তিনি আরও বলেন, “ভারতকে ডলার দিয়ে চিকিৎসা নিতে যাওয়ার বদলে সেই অর্থ দেশীয় ডাক্তার-নার্সদের জন্য ব্যয় করলে দেশের স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত হতো। অন্তর্বর্তী সরকারের এই খাতে গুরুত্ব দেওয়া উচিত ছিল।”
সভায় সভাপতিত্ব করেন নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি জাহানারা সিদ্দিকী। আরও বক্তব্য দেন বিএনপির নেতৃবৃন্দ, চিকিৎসক ও পেশাজীবী প্রতিনিধিরা।