নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় সাপ্তাহিক বাংলাদেশ বার্তা পত্রিকার নেত্রকোণা জেলা ও উপজেলার প্রতিনিধিদের পরিচিতি সভা ও পরিচয় পত্র প্রদান অনুষ্ঠিত হয়। ২৮ শে অক্টোবর বুধবার নাগড়া জ্ঞানদীপ আদর্শ বিদ্যানিকেতন স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক বাংলাদেশ বার্তার জেলা প্রতিনিধি সাঈয়িদ আহম্মদ খান মাসুম।
প্রধান অতিথি হিসাবে ছিলেন, সাপ্তাহিক বাংলাদেশ বার্তার পত্রিকার উপ সম্পাদক মোঃ সাইদ আহম্মেদ দীপু, বিশেষ অতিথি ছিলেন, সাপ্তাহিক বাংলাদেশ বার্তার উপদেষ্টা ও বিটিভির গীতিকার মোঃ আনোয়ার হোসেন এবং নেত্রকোণার জেলা পরিষদের সদস্য মোঃ সুমন খান। এছাড়াও নেত্রকোণা জেলার সিনিয়র সাংবাদিকদের মধ্যে সাপ্তাহিক বাংলাদেশ বার্তা রাজশাহী প্রতিনিধি মহুয়া মিতু গাইবান্ধার প্রতিনিধি এনামুল হক বালাদেশ ওয়ান টিভি মোঃ নিজাম উদ্দিন বাবুল , দৈনিক বাংলাদেশ সমাচার জেলা প্রতিনিধি মোঃ আল আমিন, দৈনিক সংবাদ স্টাফ রিপোর্টার তানজিলা আক্তার রুবি, NNB Bangla নেত্রকোনা জেলা প্রতিনিধি মোঃ হামিদুর রহমান অভি,আজকের বসুন্ধরা নেত্রকোনা প্রতিনিধি মোঃ সোলাইমান হোসেন রুবেল,দৈনিক একুশে সংবাদ জেলা প্রতিনিধি আইরিন আক্তার আলিফ।
সাপ্তাহিক বাংলাদেশ বার্তার বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা হলো সদর উপজেলার প্রতিনিধি শেখ ইমরান আল- আমীন, পূর্বধলার প্রতিনিধি মোঃ এম.ডি. আলামিন শেখ, বারহাট্টা প্রতিনিধি জুনাঈদ আল হাবিব মোহনগঞ্জ প্রতিনিধি , আটপাড়া প্রতিনিধি মোঃ আফজাল হোসেন , মদন প্রতিনিধি জুবাঈর আহমেদ প্রমূখ।
এ অনুষ্ঠানে সাংবাদিক পেশা কে সঠিকভাবে প্রয়োগ করা এবং নিউজ তৈরি, সিনিয়র সাংবাদিকদের সহায়তা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। সাংবাদিকরা নিয়োগ পত্র প্রদান করার জন্য দাবী ও পরিশেষে সাপ্তাহিক বাংলাদেশ বার্তার প্রতিনিধিদের মধ্যে পরিচয় পত্র প্রদান করেন।
এএসবিডি/আরএইচএস