শুক্রবার, ২৩ মে ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘জুলাই ঐক্য’ এর বিক্ষোভ মিছিল জুলাই-আগস্টে সেনানিবাসে আশ্রয় নেওয়াদের তালিকা প্রকাশ ৭ দিনের মধ্যে দুই সিটির নির্বাচনের শিডিউল ঘোষণা করতে লিগ্যাল নোটিশ ২ দফা দাবিতে আন্দোলনের ডাক এসএসসির ফল প্রত্যাশীদের ভারতের নিয়ন্ত্রিত নদীর পানি পাকিস্তান পাবে না : মোদি পদত্যাগের গুঞ্জনের খবর পেয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন নাহিদ ইসলাম রিয়াল মাদ্রিদ ছাড়ছেন লুকা মদরিচ কৃষক দলের সভাপতি গু’লি করে হ’ত্যা করেছে দুর্বৃত্তরা বেনাপোল কাস্টমস হাউস খোলা, কর্মকর্তারা কর্মবিরতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমদানিকারকরা উদ্বোধনের দিনেই ভেঙে পড়ল যুদ্ধজাহাজ, ক্ষুব্ধ কিম

শিক্ষকদের অনুরোধে শিথিল ‘শাটডাউন’, আজ খুলছে পলিটেকনিকের তালা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

কারিগরি শিক্ষার্থীদের চলমান শাটডাউন কর্মসূচি শিক্ষকদের অনুরোধে সাময়িকভাবে শিথিল করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। ফলে বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টা থেকে দেশের অধিকাংশ পলিটেকনিক ইনস্টিটিউটে তালা খুলে ক্লাস কার্যক্রমে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুধবার (৭ মে) আইডিইবির উদ্যোগে ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক ও প্রতিনিধি দলের সদস্যরা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরার আহ্বান জানান। পরে শিক্ষক এই আহ্বান ও শিক্ষার স্বার্থে কারিগরি ছাত্র আন্দোলন শাটডাউন কর্মসূচি সাময়িকভাবে শিথিল করার ঘোষণা দেয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারিগরি শিক্ষা সপ্তাহে শিক্ষক সমাজের আন্তরিকতা ও সম্মানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তারা স্পষ্ট করে দিয়েছেন—দীর্ঘদিন ধরে দাবি করা ৬ দফা বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি না হলে আন্দোলন আরও জোরালোভাবে শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষকদের অনুরোধ এবং কারিগরি শিক্ষা সপ্তাহে আন্তরিক উদ্যোগের প্রতি সম্মান জানিয়ে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের সিদ্ধান্ত মোতাবেক শাটডাউন কর্মসূচি শিথিল করা হয়েছে। তাই ৮ মে থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত পলিটেকনিক ইনস্টিটিউট এর ক্লাস কার্যক্রম চালু থাকবে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ৬ দফা দাবিতে সারাদেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে তালা ঝুলিয়ে ক্লাস কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের আন্দোলন কৌশলগতভাবে সাময়িক বিরতি নিচ্ছে, তবে দাবি পূরণ না হলে ‘ছয় দফা না হয় মৃত্যু’ স্লোগান নিয়ে আবারও কঠোর আন্দোলনে নামবে তারা।

শিক্ষার্থীদের ৬ দফা দাবির মূল বিষয়গুলো হচ্ছে —

১. কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকীকরণ।

২. ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বাধ্যতামূলক ও সুনির্দিষ্ট সময় নির্ধারণ।

৩. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরকারি চাকরিতে আলাদা কোটা।

৪. শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও দ্রুততার নিশ্চয়তা।

৫. বৃত্তি ও আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি।

৬. আইডিইবিকে সরকারি স্বীকৃতি প্রদান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102