বাউফল সংবাদাতাঃ পটুয়াখালী বাউফল আদাবাড়ীয়া ইউনিয়নের কাশিপুর বাজারে এজেন্ট এশিয়া ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর সকাল ১১ টায় এজেন্ট এশিয়া ব্যাংকের তথ্য অফিসারের আয়োজনে ও উপজেলা আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের তথ্য অফিসার আক্কাসের সহযোগিতায় এজেন্ট এশিয়া ব্যাংকিং শাখার কার্যক্রম শুরুর শুভ উদ্বোধন করেন।
আদাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজুরুল আলম হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা আদাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল হক ফকির,বিশেষ অতিথি হিসেবে,আদাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক সিকদার, কাশিপুর কৃষি ব্যাংক মেনাজার পরিমাল সাহা,কাশিপুর এজেন্ট এশিয়া ব্যাংকের মেনাজার সঞ্চয় সাহা, সহ আসলাম শেখ শুভ উদ্ভাবন করেন।
এ সময় উপস্থিত স্থানীয় সাংবাদিক মোঃ নুরুজ্জামান মৃধা সহ যুবলীগ সভাপতি নুরুজ্জামান এবং২নং ওয়াড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহীম ঘরামী ও আওয়ামী লীগের নেতা জাফর উল্লাও স্থানীয় লোকজন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন অফিসের কর্মকর্তা উপস্থিতে উদ্ভাবন প্রদর্শন করেন।
এএসবিডি/আরএইচএস