আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে শহর উন্নয়ন সমন্বয় সভা (টিএলসি) বেসরকারী সংস্থা ডরপ- ওয়াশ এর উদ্যোগে পৌরসভা মিলনায়তনে দুপুর ১২ টায় পৌর মেয়র ও আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় পৌরবাসীর স্বাস্থ্য সানিটেশন, হাইজিন , পয় নিষ্কাশন ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।
এ সময় সভায় বক্তব্য রাখেন আমতলী সরকারী কলেজের (অব:)) সহকারী অধ্যাপক মো. আনোয়ার হোসেন আকন, পৌর সচিব আবুল কালাম আজাদ. উপজেলা কৃষি অফিসার, সিএস রেজাউল করিম ,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. তািরকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার , মো, হারুন অর রশিদ , উপজেলা আওয়ামলীগের বনও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. কামলা গাজী, উপজেলা যুবলীগ সভাপতি জি এম হাসান, বি আর ডিবির চেয়ারম্যান কাউন্সিলর জি এম মুসা, পৌরসভার প্যানেল মেয়র মো, হাবিবুর রহমান, কাউন্সিলর মো. জাহিদুল ইসলাম তালুকদার জুয়েল, মো. রিয়াজ উদ্দিন মৃধা, আবুল বাশার রুমি , মো. মেয়াজ্জেম হোসেন ফরহাদ, মো. সামসুল হক চৌকিদার, লিপি বিশ্বাস, মাকসুদা বেগম , অশোক কুমার মজুমদার , সাবেক মহিলা কাউন্সিলর মাসুদা কাদের ও ডরপ ওয়াশ এস ডিজি প্রেগ্রামের সভাপতি যুব প্রতিনিধি ইসমত অঅরা কলিস ,ডরপ ওয়াশ কো অর্ডিনেটর সুমি বেগমসহ শহর উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যারা।
এএসবিডি/আরএইচএস