মোঃ আরমান হোসেন দিনাজপুর থেকেঃজাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি দেশের প্রতিটি মসজিদ, মন্দির, গীর্জাসহ সকল ধর্মীয় উপাসনালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক উন্নয়ন করেছে উল্লেখ করে বলেন, বিএনপি-জামায়াতের আমলে এসব উন্নয়নেরও টাকা লুটপাট করেছে। বিদেশে পাচার করেছে। তিনি বলেন, সকল ধর্মীয় উৎসব পালন করতে ভয় পেতো। ঘরের বাহির হত না মানুষ।
এখন আর তা হয় না। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে উন্নয়ন ও অগ্রগতির জোয়ারে ভাসছে বাংলাদেশ। আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে নিজ নিজ ধর্ম পালন করে। আওয়ামীলীগ সরকার জনগনের সরকার উল্লেখ করে বলেন, শুধু মাত্র আওয়ামীলীগ সরকারেই পারে মানুষের হৃদয়ে থাকতে। অন্তরে থাকতে।
২৬ অক্টোবর সোমবার হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর শহরের কসবা আলামিয়া গোরস্থানের উন্নয়নমুলক কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, জেলা পরিষদের সদস্য ফয়সাল হাবিব সুমন, শহর যুবলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম রমজানসহ আওয়ামীলীগের অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা। শহরের কসবা আলামিয়া গোরস্থানের উন্নয়নমুলক কাজের উদ্বোধন শেষে গোরস্থান পরিদর্শন করেন হুইপ ইকবালুর রহিম এমপি। একই দিন শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে দিনাজপুর শহর বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।