বুধবার, ১৪ মে ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, ৭ সেনা নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ভারতশাসিত কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর হামলা নিয়ে পাকিস্তান ভারত তীব্র উত্তেজনার মধ্যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বেলুচিস্তানে। এতে পাকিস্তানের অন্তত সাতজন সেনা নিহতের খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৫ এপ্রিল) পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটার কাছে একটি ব্যস্ত রাস্তায় সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়। খবর বার্তা সংস্থা এপির।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, এই বিস্ফোরণে বেশ কয়েকজন সেনা নিহত এবং কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে, ঘটনাস্থলের আশেপাশের দোকানপাট ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
প্রসঙ্গত, এই হামলার একদিন আগেই বেলুচিস্তানের কালাত এলাকায় আরেকটি বোমা বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়। তবে সেই হামলার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি।
এছাড়া, দীর্ঘদিন ধরেই বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে বিএলএ-সহ একাধিক জঙ্গি সংগঠন। সেনা ও সরকারি স্থাপনাকে বারবার টার্গেট করছে তারা। ধারাবাহিক বোমা হামলায় গোটা অঞ্চলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102