বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

যুবরাজের আমন্ত্রণে সৌদি আরব যাচ্ছেন নরেন্দ্র মোদি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দুই দিনের সফরে দেশটিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২-২৩ এপ্রিল এই সফর অনুষ্ঠিত হবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে মোদির তৃতীয় মেয়াদে এটিই প্রথম সৌদি আরব সফর।
এর আগে তিনি ২০১৬ ও ২০১৯ সালে দুইবার সৌদি আরব সফর করেছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরের মাধ্যমে দুই দেশের বহুমাত্রিক অংশীদারত্ব আরও গভীর ও মজবুত করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি, পারস্পরিক আগ্রহের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় হবে।

সৌদি আরবের অর্থনৈতিক উন্নয়নে ভারতীয় প্রবাসীদের অবদান ব্যাপকভাবে স্বীকৃত। সৌদি আরব ভারতের পঞ্চম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং ভারত সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ২০২৩-২৪ অর্থবছরে সৌদি আরব থেকে ভারতের আমদানি ছিল ৩১.৪২ বিলিয়ন মার্কিন ডলার এবং রপ্তানি ১১.৫৬ বিলিয়ন ডলারের পণ্য। ওই বছর দ্বিপক্ষীয় বাণিজ্যের মোট পরিমাণ ছিল ৪২.৯৮ বিলিয়ন ডলার।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে প্রায় ২৭ লাখ ভারতীয় বাস করে। দেশটিতে ভারতীয় নাগরিকদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। গত এক বছরে আনুমানিক এক লাখ ভারতীয় সৌদি আরবে কর্মসংস্থানের জন্য গেছেন।

মোদির এই সফরটি এমন সময়ে হচ্ছে যখন আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের সম্ভাবনা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102