মোস্তফা সিকদার কালীগঞ্জ গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অলিউল ইসলাম অলি নৌকা প্রতীক ১২৭৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. সিরাজ মিয়া চশমা প্রতীক পেয়েছেন ৫৮৯৭ ভোট।
৬৮৪৬ ভোট বেশি পেয়ে নৌকার প্রার্থী অলিউল ইসলাম বিজয়ী হয়েছে। মঙ্গলবার রাত সাতটায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ফারিজা নুর বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
এছাড়া বিএনপির মনোনীত প্রার্থী মো. রহিম সরকার ধানের শীষ প্রতীক পেয়েছেন ৮৬৮ ভোট। স্বতন্ত্র প্রার্র্থীর মধ্যে মোজাম্মেল হক কাকন ( মোটরসাইকেল ) প্রতীক পেয়েছে ১৭২ ভোট, মো. মুজিবুর রহমান আনারস প্রতীক পেয়েছে ১৪০ ভোট, শাখাওয়াত হোসেন মামুন ঘোড়া প্রতীক পেয়েছে ১৩৮ ভোট।
নাগরী ইউপি উপনির্বাচনে মোট ভোটার ৩০ হাজার ৮৭ জন। ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ১৪ টি কেন্দ্রে ৮৩ টি বুথে সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত বিরামহীন ভাবে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
অপরদিকে মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড উপনির্বাচনে মো. শরীফ হোসেন ফুটবল প্রতীক নিয়ে ১১২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রশিদ ( রশিদুল ইসলাম সবুজ ) মোরগ প্রতীক ১০০১ ভোট পেয়েছেন। মো. পাভেল আপেল প্রতীক পেয়েছেন ৪৩৪ ভোট।
মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড উপনির্বাচনে মোট ভোটার ৩৭৩৬ জন। সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ২ টি কেন্দ্রে ১১ বুথে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।