সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৫। ময়মনসিংহে পাচারের সময় মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার- ২। কোকোর স্মৃতিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে লটারি পদ্ধতি বাতিলের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন। বঙ্গবন্ধু রেল সেতুর নাম পরিবর্তন। কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ ৬ ডাকাত গ্রেফতার। বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষক প্রয়োজনঃ ড. আবুল কাশেম। বাংলাদেশি রোগী পেতে সীমান্তে মেট্রো চালু করবে ভারত। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ৪ স্পটে দুর্ঘটনার কবলে ১০ গাড়ি, নিহত ১, আহত ১৫। নরসিংদীতে ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা।

পূর্বধলায় ধলামূলগাঁও ইউপি উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন আজ মঙ্গলবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র)ওমর ফারুক।

তিনি চশমা প্রতীকে পেয়েছেন ৩হাজার ৬৪ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রজনী গন্ধা প্রতীক নিয়ে মোঃ রেজুয়ানুর রহমান পেয়েছেন ২ হাজার ৮শ’ ৩১ ভোট। আর আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আব্দুল হালিম খান পেয়েছেন ২ হাজার ৬শ’৩৪ ভোট।

৯টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ওমর ফারুকের বিজয়ের বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক সূত্র।
নির্বাচনে উক্ত চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোট ১১ প্রার্থী। এ ইউনিয়নে ৩৮টি গ্রামের ৯টি ভোট কেন্দ্রের মোট ভোটার ২১হাজার ৯শ’ ২৫জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৩শ’ ৫০জন ও মহিলা ভোটার ১০হাজার ৬শ’ ৫জন।

উল্লেখ্য ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমীন খান গত ৩মে মৃত্যুবরণ করলে এ পদটি শূন্য হয়ে যায়। পরে গত ১৪ সেপ্টেম্বর সোমবার এক বিজ্ঞপ্তিতে শূন্য পদের উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102