বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন

‘আসিফ দিয়ে শুরু হলো বাই সিরিয়াল সবাই আসবে’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

আমরা প্রথম আলো ডেইলি স্টারের বিরূদ্ধে তথ্য প্রমাণ তুলে ধরার পরেও যারা প্রথম আলোর অফিসে দাওয়াতে গিয়েছে কিংবা তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রেখেছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। আসিফ দিয়ে শুরু হলো বাই সিরিয়াল সবাই আসবে বলে জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন।

বুধবার (১৯ মার্চ) সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।

স্ট্যাটাসে সাংবাদিক ইলিয়াস হোসেন লিখেন, আমরা প্রথম আলো ডেইলি  স্টারের বিরূদ্ধে তথ্য প্রমাণ তুলে ধরার পরেও যারা প্রথম আলোর অফিসে দাওয়াতে গিয়েছে কিংবা তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রেখেছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। যখন সুযোগ পাওয়া যাবে তখনই উ’লঙ্গ করে দেয়া হবে। কা’ন্নাকাটি করে লাভ হবে না । আসিফ দিয়ে শুরু হলো বাই সিরিয়াল সবাই আসবে।

তিনি লিখেন, মির্জা ফখরুল এবং তার ঘর জামাইকে এই মাসের মধ্যেই ধরা হবে! ফিল্ডওয়ার্ক শেষ এডিটিং বাকি। ফখরুল কীভাবে বিএনপির মহাসচিব থাকে দেখে নিবো ইনশাআল্লাহ। তারেক রহমানকে খাম্বা তারেক বানানোর কারিগর প্রথম আলোর সাথে তার মাখামাখির কাফফারা দিতে হবে ।

তিনি আরও লিখেন, প্রথম আলো ডেইলি স্টার নিয়ে আমরা ফান করি নাই। এই দেশকে পৃথিবীর কাছে জ’ঙ্গি হিসেবে তুলে ধরেছে প্রথম আলো ডেইলি স্টার। হাজারও আলেমকে গু’ম খু’ন করেছে তারা। তাদের আশেপাশে যারা যাবে তাকেই ধরা হবে। চু’রি করেন কিছু বলবো না ইন্ডিয়ার বিষয়ে জিরো টলারেন্স।

এর আগে, আরেকটি স্ট্যাটাসে সাংবাদিক ইলিয়াস হোসেন লিখেন, আসিফ নজরুলের চালা আসিফ মাহমুদের শতকোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে! একটি বাসায় বসে ঢাকা উত্তরের ১২৯টি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। মহাখালী ডিওএইচ এস এর ৩১নং রোডের ৪৬৯নং বাসার ৩য় তলায় চলছে রমরমা এই বাণিজ্য।

তিনি লিখেন, সর্বশেষ ইন্টারভিউসহ লেনদেন গুলো বৈষম্যবিরোধীর আবু সাঈদ লিওন যে আসিফ মাহমুদের কাশিয়ার। নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ঢাবি শিক্ষার্থী লুতফর যে কি না ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধ’র্ষণের অভিযোগে গ্রে’প্তার হয়েছিল। ধ’র্ষণের অভিযোগে অভিযুক্ত  লুৎফর  এই ভাইবা নেওয়ার সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিল।

সাংবাদিক ইলিয়াস লিখেন, ১৫ মার্চ দুপুর ১১টার পর থেকে ইন্টারভিউ শুরু হয়, নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুর ২টার সময় ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ারে আলাউদ্দিন মাঝখানে লুতফর ও পাশে আর দরজার শুরুতে বসা ছিলেন লিওন। এভাবেই চলছে সংস্কার। ওয়ার্ড কাউন্সিলর প্রতি ৫০ লাখ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102