আমতলী প্রতিনিধিঃ ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ও উক্ত সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ আমতলী উপজেলা শাখার মিছিল ও র্যালী।
এ সময় বক্তব্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সবুজ ও সহযোগী নেতৃবৃন্দরা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় ধর্ষকের কোন ঠাই নাই ধর্ষকের চামড়া খুলে দেবো আমরা। দেশের বিভিন্ন স্থানে ধর্ষন, নির্যাতন, হত্যা এ ঘটনা মানুষের মাঝে মহামারী আকারে ধারন করেছে। দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগত জানিয়ে বলেন ধর্ষনের সর্বচ্চো শাস্তি মৃত্যুদন্ড করায়, আর কোন ধর্ষক সাহস পাবে না এ কাজ করার।
এ সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সবুজ ও যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ামিন ও সাংগঠনিক ইব্রাহীম ও প্রমুখ।
এএসবিডি/আরএইচএস