রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আজ ১৩ অক্টোবর, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে “হাত বাড়াও রুখে দাড়াও” সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সংগঠনের পরিচালক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের উদ্যোক্তা মোঃ সুমন কাজী, মোঃ ইয়াকুব, মোঃ হোসাইন মাহমুদ, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ রায়হান হাওলাদার, পরিতোষ, মোঃ ইমাম উদ্দিন তোহা, মোঃ আসাদুল ইসলাম সহ সংগঠনের সদস্য বৃন্দ।
এসময় আরো অনলাইনে যুক্ত ছিলেন সংগঠনের উদ্যোক্তা কে এম রুবেল মাহমুদ ও মোঃ নেসার খান
সভাপতির বক্তব্যে সংগঠনের পরিচালক বলেন, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের সঠিক নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল। দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী পর্যায়ে প্রস্তুতি নিশ্চিত করার কারণে বর্তমানে জানমালের ক্ষয়ক্ষতি ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হয়েছে।