শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জানা গেল পাগলা মসজিদের এবারের টাকার পরিমাণ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সোহরাওয়ার্দীতে আসতে শুরু করেছে মানুষ নিষেধাজ্ঞা সত্ত্বেও বাজারে মিলছে ইলিশ, দাম আকাশচুম্বী চট্টগ্রাম আইনজীবীদের নির্বাচনে ভোট ছাড়াই ২১ পদে বিএনপি-জামায়াতের ‘ভাগাভাগি’ গাজীপুরে কৃষক দল নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা গরমে লোডশেডিং হলে প্রথমে রাজধানীতেই হবে : জ্বালানি উপদেষ্টা সীমান্তে আবারও বর্বরতা, বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করল বিএসএফ হনুমান জয়ন্তীতে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করল ভারত ভাদুন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর নির্বাচন- ২০২৫ সম্পূর্ণ

আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা-২০২৫।

সুব্রত চন্দ্র দাস,গাজীপুর সদর,প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা-২০২৫।

 

ভারতের মাওলানা ইবরাহিম দেওলা সাহেবের আম বয়ানের মধ্যদিয়ে টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমা। বয়ানের অনুবাদ করছেন কাকরাইলের মুরুব্বি মাওলানা জুবায়ের সাহেব।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) শূরাপন্থী তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমা। শুক্রবার ফজরের পর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরপর সকাল ১০টার দিকে বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে। দুপুরবেলা অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। এতে ইমামতি করবেন মাওলানা জুবায়ের সাহেব।

 

তিনি আরো জানান, এবারের ইজতেমা শূরায়ী নেজামের অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ শুক্রবার ৩১ জানুয়ারি ও আগামী ১ ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। এরপর দ্বিতীয় ধাপে বিশ্ব ইজতেমা আগামী ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

এবার বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুরো বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। কোন ধাপে কোন অঞ্চল অংশগ্রহণ করবে তা ইতোমধ্যে জেলার দায়িত্বশীলদেরকে জানানো হয়েছে।

প্রথম ধাপে অংশগ্রহণ করছেন গাজীপুর, টঙ্গী, ধামরাই, গাইবান্ধা, মিরপুর, কাকরাইল, নাটোর, মৌলভীবাজার, রাজশাহী, দোহার, ডেমরা, কাকরাইল, নড়াইল, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নবাবগঞ্জ, নীলফামারি, দিনাজপুর, রংপুর, বগুরা, নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলা, চুয়াডাংগা, কুষ্টিয়া, যশোর, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নেত্রকোনা, শেরপুর, ফরিদপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ফেনী, লক্ষিপুর, চাদপুর, বি.বাড়িয়া, খুলনা, পটুয়াখালী, কুমিল্লা, ঝিনাইদহ, চাপাই নবাবগঞ্জ, পিরোজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, রাজবাড়ী জেলার মুসল্লিরা। এই ধাপে ঢাকার একাংশসহ মোট ৪১টি জেলা অংশগ্রহণ করছে।

দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করছেন যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাংগাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাংগামাটি, নওগাঁ, বান্দরবন জেলার মুসল্লিরা। এই ধাপে ঢাকার একাংশসহ ২২টি জেলা অংশগ্রহণ করছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102